গত বছর একের পর এক বিভাগীয় সমাবেশ, গণপরিবহন ধর্মঘটসহ নানা বাধা পেরিয়ে সেই সমাবেশগুলো বড় আকারে করেছিল বিএনপি। বলতে গেলে একটা আন্দোলনের আবহ সৃষ্টি করতে পেরেছিল। কিন্তু সেটা মুখ থুবড়ে পড়ে ঢাকায় সমাবেশ করতে গিয়ে। তাদের নেতাদের কথায় মনে হচ্ছিল, ১০ ডিসেম্বরের ঢাকা সমাবেশেই তাদের বিজয় অর্জিত হবে এবং কেউ কেউ এটাও বলেছিলেন যে, এদিন থেকে বিএনপির প্রবাসী নেতা তারেক রহমানের কথায় দেশ চলবে।কিন্তু কিছু হয়নি। হয়নি বলতে কিছু করতে পারেনি দলটি। পল্টনে সমাবেশ করতে চেয়ে সরকারের বাধায় তা করতে পারেনি। শেষ পর্যন্ত সেটি হয় কমলাপুরের গোলাপবাগ মাঠে। কিন্তু বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে বিএনপিকে যতটা চাঙা মনে হয়েছিল, ঢাকায় এসে সরকারের বাধায় ততটাই অগোছালো মনে হয়েছে এবং নিজ দলের কার্যালয়ের সামনে পল্টনে সমাবেশ করতে না পারা দলটির জন্য এক ধরনের পরাজয় ডেকে আনে দলের ভেতরেই। গোলাপবাগের সমাবেশ বড়ই ছিল, নেতাকর্মীদের অংশগ্রহণও উৎসাহের সঙ্গেই ছিল। কিন্তু দলের জন্য সেটা সফলতা ছিল না। সরকারের সফলতা বেশি ছিল, কারণ সরকার বা সরকারি দল আওয়ামী লীগ এ ঘটনায় প্রমাণ করতে পেরেছে যে, তারা যেভাবে চেয়েছে, বিএনপি সেভাবেই সমাবেশ করেছে।
সৈয়দ ইশতিয়াক রেজা: প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্লোবাল টেলিভিশন